1. Home
  2. বিনোদন
  3. টেলিভিশন
  4. গত ঈদের মতো এবারো সৌরভ ছড়াবেন কেয়া পায়েল
গত ঈদের মতো এবারো সৌরভ ছড়াবেন কেয়া পায়েল

গত ঈদের মতো এবারো সৌরভ ছড়াবেন কেয়া পায়েল

0
  • 1 year ago,

বর্তমান সময়ের ব্যস্ত টিভি অভিনেত্রীদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। লাস্যময়ী এই অভিনেত্রী এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে নির্মাতা ও দর্শকের মনে আস্থা তৈরি করে নিয়েছেন। প্রায়ই তার অভিনীত নাটক থাকে ইউটিউব ট্রেন্ডিংয়ে। এ সময়ের জনপ্রিয় সব অভিনেতাদের বিপরীতে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার অনবদ্য অভিনয় দিয়ে তিনি দর্শককে মুগ্ধ করেছেন। মেহজাবীন, তিশা, ফারিণ, নাদিয়া, প্রভা, সাবিলা নূরদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন। সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। পেয়েছেন দর্শকপ্রিয়তাও।

দর্শকের চাহিদা অনুযায়ী তাকে নিয়ে এবারের ঈদেও বেশ কয়েকটি মানসম্পন্ন নাটক নির্মাণ করছেন নির্মাতারা। ধারণা করা হচ্ছে, এসব নাটকের মাধ্যমে গত বারের মতো এবার ঈদেও সৌরভ ছড়াবেন এই মডেল অভিনেত্রী। ঈদে অভিনেত্রী কেয়া পায়েল অভিনীত ৫-৬টি নতুন নাটকে তাকে দেখা যাবে বলে জানান অভিনেত্রী। এর মধ্যে রয়েছে জাকারিয়া শৌখিনের ‘রূপকথা’, প্রবীর রায় চৌধুরীর ‘মাধবীলতা’, রুবেল হাসানের ‘সুন্দরী’, শাহনিবায়াত শাওনের ‘শেফালি বুকের নাম’, শহীদুন্নবীর ‘কলিজার টুকরা’। কেয়া পায়েল বলেন, ‘নাটকের সংখ্যা কম হলেও গল্পগুলো খুব ভালো। প্রতিটি নাটকে সময় নিয়ে কাজ করা হচ্ছে। একেকটি নাটকের জন্য ৭/৮ দিন সময় ব্যয় হচ্ছে। মানসম্মত নাটকের জন্য গুছিয়ে কাজ করতে হয়। তাড়াহুড়ো করলে ভালো কাজ হয় না। এবারের ঈদের জন্য ৫-৬ নতুন নাটক নির্বাচন করে কাজ করছি।

ক্যারিয়ারের অল্প সময়েই সবার আস্থা অর্জন করা প্রসঙ্গে এই তরুণী বলেন, মানুষ তো শুরুতেই তেমন কিছু পায় না। কিছু পেতে হলে চেষ্টা করতে হয়। কঠোর প্ররিশ্রম করতে হয়। তারপর মানুষ কিছু পায় বা সফল হয়। আমিও শুরু থেকেই অনেক কষ্ট করেছি। দিন-রাত কাজ করেছি। অভিনয় যেহেতু শিখে আসিনি মঞ্চে কাজ করা হয়নি তাই কিছু না কিছু সমস্যার সম্মুখীন তো হতেই হয়েছে আমাকে। ভুল করেছি, তবে চেষ্টা চালিয়ে গেছি। সময় মতো সেটে যাওয়া। কারও সঙ্গে কোনো বিরোধে না যাওয়া। এগুলো মেইনটেইন করেছি। পরিচালকদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। তাদের কথা অনুযায়ী কাজ করেছি। আর সহশিল্পীদের কাছ থেকে অভিনয় শিখেছি। কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজের মতো কাজ করে গেছি। যতটুকু স্ট্রাগল করা দরকার ততটুকুই করেছি।