
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ভোট স্থগিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ জানুয়ারি রোববার সারা দেশে দ্বাদশ সংসদের ভোট হওয়ার কথা, তবে এর আগে শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ওই আসনের ভোট স্থগিতের ঘোষণা দিল।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইসি থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটগ্রহণ হবে না।
এর আগে, ভোটের চার দিন আগে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার।
দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
এর আগে বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল করে ইসি।