গাজাকে ‘গ্রিন জোন’ ও ‘রেড জোনে’ ভাগ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, গাজাকে দীর্ঘমেয়াদে দুই ভাগে বিভক্ত করার একটি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এই বিভাজন ইসরায়েলের নির্ধারিত তথাকথিত “ইয়েলো লাইন” ধরে কার্যকর করা হবে। দ্য গার্ডিয়ান তার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন।
গ্রিন জোন: গাজার পূর্বাঞ্চলকে “গ্রিন জোন” হিসেবে ঘোষণা করার প্রস্তাব। এই অঞ্চল যৌথভাবে ইসরায়েলি–আন্তর্জাতিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। প্রাথমিক পুনর্গঠন ও স্থিতিশীলতা কর্মসূচি এই এলাকাতেই সীমাবদ্ধ থাকবে। এখানে একটি আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
রেড জোন: সমুদ্রতীরবর্তী পশ্চিমাঞ্চলকে “রেড জোন” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে বসবাস করছে ২০ লাখের বেশি বাস্তুচ্যুত গাজাবাসী। এই অঞ্চলকে ধ্বংসস্তূপ অবস্থায় ফেলে রাখার পরিকল্পনা, যেখানে পুনর্গঠনের কোনো স্পষ্ট রূপরেখা নেই।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক