1. Home
  2. বিশ্ব
  3. গাজায় যুদ্ধবিরতি হওয়ায় লোহিত সাগরে হুথির হামলা বন্ধের ঘোষণা, প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতি হওয়ায় লোহিত সাগরে হুথির হামলা বন্ধের ঘোষণা, প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি হওয়ায় লোহিত সাগরে হুথির হামলা বন্ধের ঘোষণা, প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে ইসরায়েল

0
  • 1 week ago,

উপসাগরীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে—আনসারুল্লাহ (হুথি আন্দোলন) ইসরাইল ও ইসরাইল-সংযুক্ত জাহাজের বিরুদ্ধে লোহিত সাগর ও ওমান উপসাগরে পরিচালিত সব আক্রমণ আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে। সূত্রের ভাষায়, এই যুদ্ধবিরতি বজায় থাকবে যতদিন গাজার যুদ্ধবিরতি কার্যকর থাকে।

শুক্রবার ইয়েমেনের বিভিন্ন শহরে হুথিরা ব্যাপক সমাবেশ করেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে। তারা “গাজার জনগণ ও প্রতিরোধের বীরদের অসাধারণ দৃঢ়তার জন্য অভিনন্দন” জানিয়েছে।

আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হুথি জানিয়েছেন, গাজা সংকট শুরু হওয়ার পর থেকে তারা ইসরাইল ও ইসরাইল-সংযুক্ত জাহাজের ওপর ১,৮০০-রও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তিনি সতর্ক করে বলেন, “আমরা যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণ করছি। যদি ইসরাইল কোনো বর্বরতা, হত্যাযজ্ঞ বা নতুন আগ্রাসন শুরু করে, আমরা ফিলিস্তিনি জনগণকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত।”

হুথি অভিযানের ফলে বৈশ্বিক নৌবাণিজ্যে বড় প্রভাব পড়ে—ইসরাইলের লোহিত সাগরের এলাত বন্দর দেউলিয়া হয়ে যায় এবং ইসরাইলি ও ইসরাইল-সংযুক্ত জাহাজ মালিকরা বিকল্প রুটে পণ্য পরিবহন করতে বাধ্য হন, ফলে খরচ বেড়ে যায় কয়েক বিলিয়ন ডলার।

তাদের অসম যুদ্ধ কৌশলে বহু মার্কিন “রিপার” ড্রোন ধ্বংস হয়, এমনকি একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও এফ-৩৫ যুদ্ধবিমানের ওপর প্রায় সরাসরি হামলাও হয়েছিল—যা মার্কিন সামরিক সক্ষমতার গুরুতর দুর্বলতা উন্মোচন করেছে।

অন্যদিকে হুথিদের হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইল ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় ৩১৯ জন নিহত এবং ১,৩৫০ জনেরও বেশি আহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

এদিকে, এক ইসরাইলি কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, গাজায় যা-ই ঘটুক না কেন, ইসরাইল ইয়েমেনের বিরুদ্ধে “বৃহৎ পরিসরের প্রতিশোধমূলক” হামলার প্রস্তুতি নিচ্ছে।

তার ভাষায়, “গত দুই বছরে তারা যা করেছে, তার জন্য তাদের বড় মূল্য দিতে হবে।” 

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক