
গাজায় ৪ ইসরায়েলি সৈন্য অপহৃত
গাজা উপত্যকার আল-জায়তুন এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের এক হামলায় চার ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছেন।
ঘটনাটি শুক্রবার (২৯ আগস্ট) ঘটেছে, আল জাজিরার নিউজের বরাতে জানা গেছে।
হামলার পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটোকল কার্যকর করেছেন, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দি হওয়া প্রতিরোধে ব্যবহৃত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম এই হামলাকে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সবচেয়ে মারাত্মক হিসেবে বর্ণনা করেছে। হামাসের মুখপাত্র আবু ওবায়দা দাবি করেছেন, গাজা দখলের জন্য ইসরায়েলি সেনাদের রক্তই মূল্য হিসেবে দিতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান চলতে থাকলে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ঘটনা এমন সময়ে ঘটলো যার ৫ ঘন্টা আগে নেতানিয়াহু বলেছিলেন, “৭ই অক্টোবরের কথা মনে রাখবেন।” এর পরেই হামাসের কাসসাম বিগ্রেড ৭ই অক্টোবর স্টাইলে আবারো ইসরায়েলের সৈন্যদের উপর হামলা চালায় এবং সৈন্যদের অপহরণ করে।
ইসরায়েলি মিডিয়ার বরাতে আরো জানা গেছে যে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক নতুন বিবৃতি প্রকাশ না হওয়া পর্যন্ত – চার সৈন্যের অপহরণ সম্পর্কে কোনো ধরনের তথ্য প্রকাশ না করার নির্দেশ জারি করেছে ইসরায়েল সরকার।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক