1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. গাজার আবাসিক ভবনে ইসরাইলের বোমা হামলা, নিহত কমপক্ষে ৩৫
গাজার আবাসিক ভবনে ইসরাইলের বোমা হামলা, নিহত কমপক্ষে ৩৫

গাজার আবাসিক ভবনে ইসরাইলের বোমা হামলা, নিহত কমপক্ষে ৩৫

0
  • 6 days ago,

গাজার আবাসিক ভবনে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ৮০ ফিলিস্তিনি। তারা বেঁচে আছেন কিনা তা নিশ্চিত নয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, গাজার শুজাইয়া নামক একটি এলাকার বসতবাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে ইসরাইল। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ইসরাইলের বোমা হামলার শব্দ থেকেই বোঝা যাচ্ছিল তারা গণহত্যা চালাচ্ছে। আহতদের বেশ কয়েকজনের জন্য রক্ত দানের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তাদের অবস্থা গুরুতর। অন্যদিকে বালাতা শরণার্থী শিবিরেও বোমা হামলা চালিয়েছে ইসরাইলের বাহিনী। এই শরণার্থী শিবিরটি পশ্চিম তীরের নেবলাস অঞ্চলের কাছে অবস্থিত। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এ পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি। আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন। এ ছাড়া বহু মানুষ ধ্বংস্তূপের নিচে চাপা পড়ায় তাদের খোঁজ পাওয়া যায়নি।

নিউজ টুডে বিডি/আন্তর্জাতিক ডেস্ক