রয়টার্স তার এক প্রতিবেদনে বলেছে, গাজা পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি সমন্বয় কেন্দ্র থেকে সরে আসার বিষয়টি নতুন করে বিবেচনা করছে একাধিক ইউরোপীয় দেশ। সংশ্লিষ্ট কূটনীতিকদের মতে, এই কেন্দ্রটি মানবিক সহায়তা বাড়াতে বা যুদ্ধ-পরবর্তী নীতিনির্ধারণে কার্যকর কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার (CMCC) নামে পরিচিত এই কেন্দ্রটি গত অক্টোবর মাসে দক্ষিণ ইসরায়েলে স্থাপন করা হয়। এটি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ। কেন্দ্রটির লক্ষ্য ছিল যুদ্ধবিরতি তদারকি, ত্রাণ সহায়তা সহজ করা এবং গাজার ভবিষ্যৎ ব্যবস্থাপনার রূপরেখা তৈরি করা।
তবে কূটনৈতিক সূত্র জানায়, কয়েক মাস পেরিয়ে গেলেও কেন্দ্রটির কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। পরিস্থিতি এতটাই স্থবির যে, ছুটির পর কিছু ইউরোপীয় কর্মকর্তা আর সেখানে ফিরে যাননি। ব্যক্তিগত আলোচনায় অনেকেই কেন্দ্রটিকে “দিকনির্দেশনাহীন” বলে মন্তব্য করেছেন।
এই অবস্থায় ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন এই উদ্যোগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক