1. Home
  2. বিশ্ব
  3. গাজা যুদ্ধ, সিরিয়ার স্থিতিশীলতা ও ইরানের পরমাণু ইস্যুতে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ
গাজা যুদ্ধ, সিরিয়ার স্থিতিশীলতা ও ইরানের পরমাণু ইস্যুতে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

গাজা যুদ্ধ, সিরিয়ার স্থিতিশীলতা ও ইরানের পরমাণু ইস্যুতে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

0
  • 2 weeks ago,

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবারের (৬ অক্টোবর) এই ফোনালাপে তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা হয়। খবর আল জাজিরার।

ফোনালাপের বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন।

এতে আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রী। এর মধ্যে সিরিয়ার স্থিতিশীলতা বৃদ্ধি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনাভিত্তিক সমাধান খুঁজে বের করার আগ্রহ প্রকাশ করেন।

বর্তমানে হামাস ও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মিশরে আলোচনা করছে। রুশ প্রেসিডেন্ট পুতিনও ট্রাম্পের এই পরিকল্পনার প্রশংসা করেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক