1. Home
  2. জাতীয়
  3. গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

0
  • 12 hours ago,

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১টার পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে, এদিন সকাল দশটায় মার্কেটটির পাঁচ তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ধাপে ধাপে সেখানে পৌঁছায় ১১টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

সরেজমিন দেখা গেছে, আগুনের খবরের পর মার্কেটের আশপাশে প্রচুর উৎসুক জনতা ভিড় করে। তবে সেখানে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে দ্রুতই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে জানা গেছে।

নিউজ টুডে বিডি/ নিউজ ডেস্ক