1. Home
  2. বিশ্ব
  3. গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত
গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত

গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত

0
  • 1 week ago,

নিউইয়র্ক টাইমস (NYT)–এর বরাতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ডেনমার্ক যদি গ্রিনল্যান্ড বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তাহলে সেটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে গ্রিনল্যান্ড আক্রমণ বা পরবর্তী পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা করতে নির্দেশ দেওয়া হয়নি।

এদিকে গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম এবং সেখানে আগে থেকেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় সামরিকভাবে দখল নেওয়া কঠিন হবে না। তবুও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে ভেতরে ভেতরে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে হামলা মানে ন্যাটোর সদস্য ও দীর্ঘদিনের মিত্র ডেনমার্কের বিরুদ্ধে সামরিক আঘাত হানা। এতে ন্যাটো জোটের মারাত্মক ক্ষতি হতে পারে, বিশেষ করে যখন ডেনমার্ক অতীতে বহু যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক