1. Home
  2. বিশ্ব
  3. ‘গ্রেটার ইসরায়েল’ ধারণায় দৃঢ় সমর্থন জানালেন নেতানিয়াহু
‘গ্রেটার ইসরায়েল’ ধারণায় দৃঢ় সমর্থন জানালেন নেতানিয়াহু

‘গ্রেটার ইসরায়েল’ ধারণায় দৃঢ় সমর্থন জানালেন নেতানিয়াহু

0
  • 2 months ago,

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু i24-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি নিজেকে একটি “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে” নিয়োজিত মনে করেন।

তিনি “গ্রেটার ইসরায়েল” ধারণার সঙ্গে গভীরভাবে একমত।

নেতানিয়াহু বলেন, তার ভূমিকা ইহুদি জনগণের জন্য “প্রজন্মের মিশনের” অংশ।

সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার সঙ্গে যুক্ত বোধ করেন কিনা, নেতানিয়াহু জবাব দেন, “অবশ্যই।”

উল্লেখ্য, গ্রেটার ইসরায়েল হলো নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত একটি সম্প্রসারিত রাষ্ট্র, যেখানে মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক ও সৌদি আরবেরও অংশ রয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক