1. Home
  2. স্বাস্থ্য
  3. চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৩৮২ জন
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৩৮২ জন

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৩৮২ জন

0
  • 4 days ago,

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৮২ জনের মৃত্যু হয়েছে আর গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে মারা গেছে ৫ জন। এ সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২৫ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮২ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৪০২ জন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক