1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. চাঁদপুর শহররক্ষা বাঁধে ১৬৫ মিটার ধস
চাঁদপুর শহররক্ষা বাঁধে ১৬৫ মিটার ধস

চাঁদপুর শহররক্ষা বাঁধে ১৬৫ মিটার ধস

0
  • 11 months ago,

চাঁদপুর শহররক্ষা বাঁধের ৮ স্থানে অন্তত ১৬৫ মিটার সিসি ব্লক ধসে গেছে। দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনা নদীর ঢেউয়ে গতকাল সোমবার বিকেলে এই ধসের ঘটনা ঘটে।

চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় ৮টি স্থানে প্রায় ১৬৫ মিটার সিসি ব্লক ধসে নদীতে তলিয়ে গেছে। ভাঙন প্রতিরোধে আমাদের কাজ চলছে।

জহিরুল ইসলাম আরও বলেন, ‘ধসের পরপরই পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করে। এই কাজ অব্যাহত থাকবে।

সরেজমিনে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের পর থেকে ঢেউয়ের তীব্রতা বাড়তে থাকে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে থাকে তীরে। এতে জেলা শহরের পুরান বাজার হরিসভা মন্দির ও বাকালি পট্টি এলাকাসহ আট স্থানে ধস দেখা দিয়েছে।

এদিকে ভাঙনকবলিত স্থানে শ্রমিকেরা জিও টেক্সটাইল ব্যাগ ফেলছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা এই কাজের তদারকি করেন।

ক্ষতিগ্রস্ত কার্তিক সাহা বলেন, ‘বর্ষা এলে প্রতিবছর নদীতে ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে অনেকেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। ভাঙন দেখা দিলে কর্মকর্তারা আসেন নদীতে বালুর বস্তা ফেলতে। আমরা স্থায়ী সমাধান চাই। এমন পরিস্থিতিতে আছি, রাতে বাড়িঘর টিকে কি না, খুব শঙ্কিত।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেন, ‘পুরান বাজার শহররক্ষা বাঁধে ভাঙনের খবর পেয়েছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন রোধে কাজ শুরু করেছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করি বড় ধরনের কোনো সমস্যা হবে না।