1. Home
  2. বিশ্ব
  3. চীন
  4. চীনের কাছাকাছি হাইপারসনিক অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
চীনের কাছাকাছি হাইপারসনিক অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

চীনের কাছাকাছি হাইপারসনিক অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

0
  • 2 days ago,

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তিনি শিগগিরই চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করবেন। তবে তার এই আশাবাদী অবস্থান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের সঙ্গে তীব্রভাবে সাংঘর্ষিক।

ন্যাভাল নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র হনোলুলু নৌঘাঁটির ড্রাই ডক প্রস্তুত করছে তিনটি হাইপারসনিক অস্ত্রে সজ্জিত “জুমওয়াল্ট-শ্রেণির” ডেস্ট্রয়ার এবং তিনটি ভার্জিনিয়া-শ্রেণির পারমাণবিক সাবমেরিন মোতায়েনের জন্য।

বিশ্লেষকদের মতে, এটি চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে হাইপারসনিক যুদ্ধবহরকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরও কাছে সরিয়ে আনার ইঙ্গিত।

এর আগে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালী, জাপান সাগর ও পূর্ব চীন সাগরের ওপর নজরদারির জন্য MQ-4C ট্রাইটন ড্রোন মোতায়েন করে, যা চীন একাধিকবার “অঞ্চলের সামরিকীকরণ” হিসেবে নিন্দা জানিয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মুখে বাণিজ্য আলোচনার কথা আর হাতে যুদ্ধের প্রস্তুতি—এ যেন দ্বৈত নীতি স্পষ্ট করে তুলছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক