1. Home
  2. বিশ্ব
  3. চীন
  4. চীনের ব্যাপক সামরিক প্রস্তুতি, নৌবাহিনীতে যুক্ত হল নিজস্ব নকশায় তৈরি বিমানবাহী রণতরী
চীনের ব্যাপক সামরিক প্রস্তুতি, নৌবাহিনীতে যুক্ত হল নিজস্ব নকশায় তৈরি বিমানবাহী রণতরী

চীনের ব্যাপক সামরিক প্রস্তুতি, নৌবাহিনীতে যুক্ত হল নিজস্ব নকশায় তৈরি বিমানবাহী রণতরী

0
  • 4 weeks ago,

সিএনএন তার এক প্রতিবেদনে দাবি করেছে, চীন গত কয়েক বছরে বিপুল পরিমাণে মিসাইল উৎপাদন অবকাঠামো বৃদ্ধি করছে। ২০২০ সাল থেকে চীনা আর্মি (PLA) রকেট ফোর্স ও মিসাইল উৎপাদনের সঙ্গে যুক্ত ১৩৬টি স্থাপনার মধ্যে প্রায় ৬০ শতাংশে নতুন ভবন নির্মাণ করেছে। এতে যুক্ত হয়েছে ২১ মিলিয়ন বর্গফুটেরও বেশি নতুন অবকাঠামো।

নতুন স্থাপনাগুলোর মধ্যে রয়েছে আধুনিক বাঙ্কার, পরীক্ষাকেন্দ্র ও অস্ত্র উন্নয়ন কেন্দ্র, যেগুলোর কিছু স্থানে সরাসরি মিসাইল উপাদান দৃশ্যমান।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে এই কর্মযজ্ঞ আরও ত্বরান্বিত হয়েছে। ধারণা করা হচ্ছে, চীন আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রার মিসাইল ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ও পশ্চিমা শক্তির মোকাবিলায়।

এছাড়াও, চীন বর্তমানে প্রতি বছর প্রায় ১০০টি নতুন পারমাণবিক ওয়ারহেড যুক্ত করছে। যদিও এই সংখ্যা এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম, তবুও তা ইঙ্গিত দিচ্ছে যে দেশটি দ্রুতগতিতে তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।

অন্যদিকে, চীনের নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ নিজস্ব নকশায় তৈরি বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’। এটি দেশটির তৃতীয় রণতরী হলেও সম্পূর্ণ নিজস্ব নকশায় তৈরি প্রথম বিমানবাহী রণতরী।

‘ফুজিয়ান’ রণতরীতে রয়েছে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম, যা যুক্তরাষ্ট্রের আধুনিক ক্যারিয়ারগুলোর মতোই উন্নত প্রযুক্তি। এর মাধ্যমে একসঙ্গে একাধিক যুদ্ধবিমান দ্রুত গতিতে উড্ডয়ন করতে পারবে।

এই রণতরী থেকে J-35 স্টেলথ ফাইটার জেট ও KJ-600 বিমান  উড্ডয়ন করতে সক্ষম।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক