1. Home
  2. জাতীয়
  3. জাতীয় পার্টি নিষিদ্ধকরন, গণভোটসহ ৫ দাবিতে জামায়াতের মানববন্ধন
জাতীয় পার্টি নিষিদ্ধকরন, গণভোটসহ ৫ দাবিতে জামায়াতের মানববন্ধন

জাতীয় পার্টি নিষিদ্ধকরন, গণভোটসহ ৫ দাবিতে জামায়াতের মানববন্ধন

0
  • 1 week ago,

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় পার্টি নিষিদ্ধকরন, পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া সহ পাঁচ দফা দাবি আদায়ে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দলটির নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

জামায়াতের পাঁচ দফা দাবি হলো—

১. গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা;


২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর [সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব] পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া;

৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড [সবার জন্য সমান সুযোগ] নিশ্চিত করা;

৪.ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;


৫.জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


গত রোববার এক বিবৃতিতে এই পাঁচ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, সরকার এখন পর্যন্ত তাদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়ায় জামায়াতের পক্ষ থেকে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কাল ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক