1. Home
  2. জাতীয়
  3. জামায়াতে ইসলামি সংখ্যালঘু-সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাসী না: জাহিদুর রহমান
জামায়াতে ইসলামি সংখ্যালঘু-সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাসী না: জাহিদুর রহমান

জামায়াতে ইসলামি সংখ্যালঘু-সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাসী না: জাহিদুর রহমান

0
  • 3 weeks ago,

মানিকগঞ্জ ২ (সিংগাইর- হরিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহিদুর রহমান তার নির্বাচনী এলাকায় জনসংযোগ, পথসভা ও পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি রফিকনগর ও পারিলবাজারে গণসংযোগ করেন, কালিয়াকৈর নতুন বাজারে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করেন। এর পরে তিনি সিংগাইর ও হরিরামপুর উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এই সময়ে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation/PR), সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে জামায়াতে ইসলামীর মনোভাব এবং সাংসদ নির্বাচিত হলে এলাকায় তিনি কি কি কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করেন।
জাহিদুর রহমান বলেন পিআর ব্যবস্থায় সবার ভোটকে মূল্যায়ন করা হয়। কোন দল ১% ভোট পেলেও জনগণের দেয়া রায় অনুযায়ী সংসদে ১% এর প্রতিনিধিত্ব করার জন্য সেই দলের ৩ জন সাংসদ থাকবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে সবার মতামতকে মূল্যায়ন করা হয়। ফলে সংসদে সব দলের প্রতিনিধি থাকবে, কেউ চাইলেই ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করতে পারবে না। সরকার হবে একটি ভারসাম্যপূর্ণ গণমুখী সরকার।
তিনি বলেন, বাংলাদেশে সংখ্যা লঘু-সংখ্যা গুরু শব্দের ব্যবহার এর মাধ্যমে কাউকে ছোট, আবার কাউকে বড় করা হচ্ছে। জামায়াতে ইসলাম বিশ্বাস করে এই বাংলাদেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি বা সমতলবাসী সবার, কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু না। এখানে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। মুসলমানরা যেমন নির্বিঘ্নে ঈদ উৎযাপন করেন তেমনি হিন্দুরাও তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এই সম্প্রীতির বার্তাই তিনি পৌঁছে দিতে চান।
জাহিদুর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে সিংগাইর এর আঞ্চলিক সড়কটি চারলেনে রুপান্তরিত করতে এবং হরিরামপুরের পদ্মার ভাঙ্গন রুখতে তিনি আন্তরিক ভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এর কোন সাংসদ কোন দূর্নীতি করবে না, সরকারি প্লট নিবে না। জনগণের প্রতি তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে। রাষ্ট্রের যে সিস্টেম আছে তাকে যথাযথভাবে চালু রাখবে। ফলে সব শ্রেনী পেশার মানুষ তাদের অধিকারগুলো নির্বিঘ্নে ভোগ করতে পারবে।
এছাড়াও তিনি মন্ডপের পরিচালনা পর্ষদ, ঠাকুর ও সেখানে আগতদের খোঁজখবর নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক ভাবে কাজ করছে কিনা বা নিরাপত্তা সংক্রান্ত কোন ইস্যু আছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তারা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখায় এই বাংলাদেশ তাদেরও স্বপ্ন। তাই তারা তাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য জাহিদুর রহমান এর সাথে আছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক