
জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নাগরিক সমাজের কর্মশালা অনুষ্ঠিত
গত শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপি জাগ্রত নাগরিক সমাজের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় “সাংবাদিকতা ও সাক্ষাৎকারের বুনিয়াদি প্রশিক্ষণ” বিষয়ে কর্মশালা।
উক্ত কর্মশালাতে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোট আটজন প্রশিক্ষক বিষয়ভিত্তিক আলোচনা ও হাতে-কলমে কর্মশালা পরিচালনা করেন।
কর্মশালায় সংবাদ ও সাংবাদিকতা, সাংবাদিকতার নীতিমালা, করনীয় ও বর্জনীয়, সাক্ষাৎকার ও রিপোর্ট লেখার কৌশল, ভিডিও কালেকশন ও মাঠে-ময়দানে কাজ করার কৌশল প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আকাশ জমিনের সম্পাদক ও প্রকাশক মীর লিয়াকত আলী, বাসসের প্রাক্তন সিনিয়র সাংবাদিক কে এম শহীদুল হক, দেশকাল নিউজের সিনিয়র ভিডিও এডিটর নাজমুছ সাহাদাত, সাংবাদিক মেহেরু মেরাজ, আহসান সাকিব প্রমুখ।
নাগরিক সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন
খান শোয়েব আমান এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আশরাফুজ্জামান।
কর্মশালা শেষে সবার হাতে সার্টিফিকেট তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল(অব.) নাসিমুল গণি, গ্রুপ ক্যাপ্টেন(অব.) হাসীবুল হক ও এয়ার ভাইস মার্শাল(অব.) হুমায়ন কবির।
এবং সুদূর আমেরিকার বোস্টন থেকে অনলাইনে যুক্ত হন জাগ্রত নাগরিক সমাজের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ আব্দুল হমিদ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের আহত, শহিদ পরিবার, সমন্বয়ক, শিক্ষার্থী, উপদেষ্টাসহ আন্দোলনের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত সবার সাক্ষাৎকারে মাধ্যমে সঠিক ইতিহাস সংরক্ষণ করতে কার্যকরী ভূমিকা রাখবেন।
সবশেষে কর্মশালার সমন্বয়ক মোঃ মেহেদী হাসান ইমন, আয়োজক রোকুনুজ্জামান নাঈম, মোঃ জাহিদ হাসান, রিজওয়ানা কাবির, তানজিম আহসান, সানজিদা হাবিব বন্যা, রিফা তাসফিয়া, রাকিবুল হাসান রাজুকে ধন্যবাদ জানান। এবং সার্বিক সহযোগিতার জন্য দৈনিক আকাশ জমিন, সিটিজেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, আইক্যান একাডেমি ও ওরেন্ডা এন্ড বিন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংবাদ বিজ্ঞপ্তি
নিউজ টুডে বিডি/ ডেস্ক