
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বন্ধুরা জানিয়েছেন নিহত জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আফতাব হোসেন বলেন, বুধবার রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল জাহিদ। এ সময় ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক