
ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি, কিম ও শি এর সাথে বৈঠকের গুঞ্জন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া সফর করবেন। তিনি ওই সময় দেশটিতে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে অংশ নেবেন। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা। সম্মেলনটি অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে গিয়ংজু শহরে হওয়ার কথা।
কর্মকর্তারা জানান, অ্যাপেক সম্মেলনের ফাঁকেপ্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয় এর দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত মাসে এক ফোনালাপে শি চিন পিং ট্রাম্প ও তাঁর স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ জানিয়েছেন, যদিও এখনো তারিখ নির্ধারিত হয়নি।
কর্মকর্তারা জানান, আপাতত শির সাথে বৈঠকের প্রস্তুতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ট্রাম্পের এ সফর উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গেও বৈঠকের সুযোগ তৈরি করতে পারে। যদিও কিম সম্মেলনে যোগ দেবেন কি না, তা এখনো অনিশ্চিত।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএনকে বলেন, দক্ষিণ কোরিয়া সফর নিয়ে আলোচনা চলছে। সেখানে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, অন্য আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতা।
সফরের বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি এবং ট্রাম্প অন্য কোথাও যাত্রাবিরতি করবেন কি না, সেটি স্পষ্ট নয়। কর্মকর্তারা জানান, ট্রাম্প প্রশাসন এ সফরকে যুক্তরাষ্ট্রে আরও অর্থনৈতিক বিনিয়োগ আনার সুযোগ হিসেবেও দেখছে। সাম্প্রতিক বিদেশ সফরগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে এটিই ছিল ট্রাম্পের প্রধান লক্ষ্য।
এই সফর মার্কিন-চীন সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতির জন্য তাৎপর্যপূর্ণ। বিশেষ করে, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য আলোচনার দিকেও নজর রয়েছে।
ট্রাম্পের সম্ভাব্য এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন সি ও কিম—দুজনের সঙ্গেই তাঁর সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক