যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল (NSS)–এর একটি ফাঁস হওয়া খসড়া নথি দেখাচ্ছে যে, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ছিলো ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করা এবং কিছু দেশকে ইইউ থেকে দূরে সরিয়ে আনা। সূত্র দ্য টেলিগ্রাফ
প্রতিবেদনে দাবি করা হয় যুক্তরাষ্ট্র নাকি অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি এবং পোল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়ন থেকে দূরত্ব বজায় রাখতে অথবা প্রয়োজনে ইইউ ছেড়ে বেরিয়ে আসতে উৎসাহিত করার পরিকল্পনা করছিল।
রিপোর্ট অনুযায়ী, এই কৌশলটিকে বলা হয়েছে “Make Europe Great Again”, যার উদ্দেশ্য ছিল ব্রাসেলসের প্রভাব দুর্বল করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্ব শক্তিশালী করা। তবে হোয়াইট হাউস ফাঁস হওয়া নথিকে “মনগড়া ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, এ ধরনের কোনো খসড়া NSS নথি কখনোই ছিল না।
ডিসেম্বর ১০ তারিখে Defense One প্রথম এই রিপোর্ট প্রকাশ করলে ইউরোপের বিভিন্ন রাজধানীতে ক্ষোভ তৈরি হয়। বহু ইইউ কর্মকর্তা অভিযোগ করেন যে, ওয়াশিংটন এই ধরনের পরিকল্পনার মাধ্যমে ইউরোপীয় ঐক্যে হস্তক্ষেপ করতে চাইছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক