1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ট্রাম্পের যুক্তরাজ্য সফরে ১৫০ বিলিয়ন ইউরোর বিনিয়োগ চুক্তি, সফর শেষে যুক্তরাজ্যের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরিকল্পনা
ট্রাম্পের যুক্তরাজ্য সফরে ১৫০ বিলিয়ন ইউরোর বিনিয়োগ চুক্তি, সফর শেষে যুক্তরাজ্যের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরিকল্পনা

ট্রাম্পের যুক্তরাজ্য সফরে ১৫০ বিলিয়ন ইউরোর বিনিয়োগ চুক্তি, সফর শেষে যুক্তরাজ্যের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরিকল্পনা

0
  • 1 week ago,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আছেন। সফরের শুরু থেকেই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো ব্রিটিশ নাগরিক তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

উইন্ডসর ক্যাসেলে কুখ্যাত জেফরি এপস্টাইনের ছবি প্রজেক্ট করে ক্ষোভ প্রকাশ করা হয়। একইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখ নিয়ে তৈরি মিম প্রিন্ট করা বিচ বল ছুঁড়ে প্রতিবাদকারীরা বিদ্রূপ প্রকাশ করে।

তবে রাজনৈতিক বিতর্কের মাঝেও যুক্তরাজ্য মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে এক ঐতিহাসিক ১৫০ বিলিয়ন ইউরোর ইনওয়ার্ড ইনভেস্টমেন্ট’ নিশ্চিত করেছে। বোয়িং ও প্যালান্টিরসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এই বিনিয়োগে যুক্ত হচ্ছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

সফরের এক পর্যায়ে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইতিহাসে মানবতার জন্য অন্য যেকোনো দেশের তুলনায় বেশি অবদান রেখেছে।”

অন্যদিকে দ্য টাইমসের দেয়া  তথ্য অনুযায়ী, লন্ডনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর শেষ হলে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ঘোষণাটি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানো যায়।

ট্রাম্প সতর্ক করেন, এ স্বীকৃতি “হামাসকে পুরস্কৃত” করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন,

যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত শান্তির সম্ভাবনা কমাবে এবং ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের কিছু অংশ দখল করে নিতে পারে। ব্রিটেন আগামী সপ্তাহের জাতিসংঘ সাধারণ পরিষদের আগে এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চাইছে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশও স্বীকৃতির পক্ষে রয়েছে।

এ সিদ্ধান্ত লেবার পার্টির অভ্যন্তরীণ চাপের ফল। পার্টির ১৩০-এর বেশি এমপি এ বিষয়ে সমর্থন জানিয়েছেন। এর আগে লন্ডন ইসরায়েলি মন্ত্রী ইতমার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক