
ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী
- 2 weeks ago,
মুক্তিযোদ্ধাদের নবগঠিত একটি প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি খালিদ বলেছেন, লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, ডিআরইউ’তে অবরুদ্ধের ঘটনায় সেখান থেকে আরোও কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে গ্রেফতারের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।
এরআগে, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক