1. Home
  2. স্বাস্থ্য
  3. ডেঙ্গুতে মারা গেলো আরও ৭, মোট মৃত্যু ৩৭৭ জন
ডেঙ্গুতে মারা গেলো আরও ৭, মোট মৃত্যু ৩৭৭ জন

ডেঙ্গুতে মারা গেলো আরও ৭, মোট মৃত্যু ৩৭৭ জন

0
  • 2 months ago,

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৭৮৪ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু জ্বরে মারা গেছে মোট ৩৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেছেন ৩৭৭ জন এবং এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৭৮৪ জন। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০ হাজার ২১৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২১১ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। আর মৃত্যুর মধ্যে চার জনই ঢাকা সিটির। বাকি তিন জনের দুই জন ময়মনসিংহ বিভাগ এবং এক জন চট্টগ্রাম বিভাগে।

প্রতিবেদনে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ৯২ জন।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১২৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৮৬ জন আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক