1. Home
  2. ভিডিও
  3. ডেঙ্গু প্রতিরোধ যা জানতেই হবে
ডেঙ্গু প্রতিরোধ যা জানতেই হবে

ডেঙ্গু প্রতিরোধ যা জানতেই হবে

0
  • 2 years ago,

দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। প্রতিদিন বাড়ছে মৃত্যু। ডেঙ্গু নিয়ে অবহেলা নয়, সচেতনতা শুরু হোক আপনার ঘর থেকেই । ডেঙ্গুর বাহক এডিস মশার প্রতিরোধে করণীয়।

১। অল্প পানিতেই মশা জন্মায়। তাই খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না।

২। ঘরে এবং আশেপাশে যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি সপ্তাহে একবার ফেলে দিয়ে এডিস মশার লার্ভা ‍মুক্ত রাখতে হবে।

৩। নিজের বাড়ি ও এলাকার পরিবেশ সর্বদা জঞ্জালমুক্ত রাখতে হবে।

৪। দিনে এবং রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।

৬। শিশুদের সতর্ক করতে হবে এবং যথাসম্ভব হাত-পা ঢাকা পোশাক পরতে হবে

জ্বর হলে কী করবেন?

১) জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামরর্শ অনুযায়ী ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন।

২) ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

৩) মনে রাখবেন, ডেঙ্গু বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে !