
ডেঙ্গু যেমন মানুষ কামড়ায়, বিএনপি তেমন মানুষ পোড়ায়: তথ্যমন্ত্রী
- 2 years ago,
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা যেমন মানুষকে কামড়ায় তেমনি বিএনপি মানুষ পোড়ায়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ডেঙ্গু নিয়েও বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জি-টোয়েন্টি সম্মেলনে এই উপমহাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ আমন্ত্রণ পাননি, আর এ থেকেই স্পষ্ট ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে।
তিনি আরো বলেন- রুশ পররাষ্ট্রমন্ত্রীর আগমন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপেই প্রমাণ হয় বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক কেমন।
এনটি-ইআ