1. Home
  2. শিক্ষা
  3. ক্যাম্পাস
  4. ঢাবির আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ড. নিয়াজ আহমেদ খান
ঢাবির আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ড. নিয়াজ আহমেদ খান

ঢাবির আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ড. নিয়াজ আহমেদ খান

0
  • 2 days ago,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, সেটিই বহাল রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন।

শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে  বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের পর হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মধ্যরাতে হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাত ১২টার দিকে মুহসীন হল থেকে মিছিল নিয়ে মাস্টারদা সূর্যসেন হল হয়ে হল পাড়া ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

গেট ভেঙে বের হয়ে আসেন রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা। ক্যাম্পাসে মিছিল করে জড়ো হতে থাকেন উপাচার্যের বাসভবনের সামনে।

এসময় তারা ‘জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’, ‘গেস্টরুমের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘গণরুমের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হলে হলে রাজনীতি, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

গেট ভেঙে বের হয়ে আসেন রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা। ক্যাম্পাসে মিছিল করে জড়ো হতে থাকেন উপাচার্যের বাসভবনের সামনে। শিবিরের গুপ্ত কমিটি প্রকাশের পাশাপাশি হলে হলে ছাত্রদলের কমিটি ঘোষণার বিরোধীতাসহ আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রশাসনের সুষ্পষ্ট ঘোষণার দাবি জানান তারা। রাত সোয়া দুইটায় হলে ছাত্র রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানিয়ে উপাচার্য, বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে।

তবে হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবির সিদ্ধান্তে অনড় থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে হলে ছাত্ররাজনীতি বন্ধ রাখার ঘোষণা দেন প্রক্টর  সাইফুদ্দীন আহমেদ।

নিউজ টুডে বিডি/ নিউজ ডেস্ক