1. Home
  2. বিশ্ব
  3. পাকিস্তান
  4. তুরস্কে আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা শুরু; ‘চুক্তি না হলে যুদ্ধ’ হুঁশিয়ারি ইসলামাবাদের
তুরস্কে আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা শুরু; ‘চুক্তি না হলে যুদ্ধ’ হুঁশিয়ারি ইসলামাবাদের

তুরস্কে আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা শুরু; ‘চুক্তি না হলে যুদ্ধ’ হুঁশিয়ারি ইসলামাবাদের

0
  • 3 hours ago,

তুরস্কে গতকাল শুরু হয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক।

আজ দ্বিতীয় ধাপে এই বৈঠক চলবে। এতে দুই দেশের কূটনৈতিক, রাজনৈতিক, গোয়েন্দা, নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর এই বৈঠক মূলত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চলমান পাকিস্তান–আফগানিস্তান আলোচনায় তালেবান সরকার প্রস্তাব দিয়েছিল TTP প্রতিনিধিদের এই আলোচনায় অন্তর্ভুক্ত করার। কিন্তু পাকিস্তান সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ তার অবস্থানে অটল যে— কোনো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনকে আলোচনায় বা সমঝোতার প্রক্রিয়ায় সরাসরি অন্তর্ভুক্ত করা হবে না।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, “যদি আলোচনায় সমঝোতা না হয়, তাহলে তা ‘খোলাখুলি যুদ্ধের দিকে নিয়ে যাবে।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক