
তুরস্ক-সিরিয়া নতুন সামরিক চুক্তি: আঞ্চলিক প্রভাবক হিসেবে আরো একধাপ এগিয়ে গেলো তুরস্ক
সিরিয়ায় সামরিক প্রভাব আরও দৃঢ় করলো তুরস্ক। আহমদ আল শারার শাসনকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আঙ্কারা এবার সরাসরি খেলায় নামলো।
মূল চালিকাশক্তি কী?
তুরস্ক দাবি করছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার কথা, কিন্তু এর মধ্য দিয়ে সীমান্ত অঞ্চলে নিজেদের নিরাপত্তা ও প্রভাব নিশ্চিত করছে।
ফলে সিরিয়াকে দেয়া তুরষ্কের অস্ত্র ও প্রশিক্ষণ শুধুই প্রতিরক্ষা নয়; বরং শক্তি প্রদর্শন ও দীর্ঘমেয়াদে প্রভাব ধরে রাখার কৌশল।
দামেস্ক যেভাবে অস্ত্র পাচ্ছে, এতে তারা ভবিষ্যতে তুরস্কের ওপর আরো নির্ভরশীল হবে এবং অন্য শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে দরকষাকষিতে কৌশলি অবস্থান গ্রহণ করতে পারবে।
এই চুক্তি রাশিয়া ও অন্যান্য বৈশ্বিক খেলোয়াড়দের জন্য সরাসরি চ্যালেঞ্জ।
ফলে আজ তুরস্ক শুধু টিকে নেই—বরং নিজের অবস্থান আরও প্রসারিত করছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক