
তৃতীয় লিঙ্গের স্বীকৃতি না দিয়ে শুধু নারী-পুরুষ লিঙ্গ স্বীকৃতি দিয়ে স্লোভাকিয়ার সংসদে সাংবিধানিক সংশোধনী পাস
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্লোভাকিয়ার সংসদে একটি সাংবিধানিক সংশোধনী পাস হয়েছে যেখানে শুধুমাত্র দুইটি লিঙ্গকে (পুরুষ ও নারী) জীববৈজ্ঞানিক ভিত্তিতে স্বীকৃতি দেওয়া হয়েছে।
মূল বিধিনিষেধ সমূহ:
১. দত্তক গ্রহণ সীমিত থাকবে। আর দত্তক হবে শুধুমাত্র নারী-পুরুষ বিবাহিত দম্পতিদের জন্য। (পুরুষ-পুরুষ বা নারী-নারী বিবাহিতদের জন্য না।)
২. সারোগেসি বা ভাড়া গর্ভধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
৩. যৌনশিক্ষা (Sex Education) নিতে হবে অভিভাবকের সম্মতি নিয়ে এবং তা অবশ্যই দেশের “সাংস্কৃতিক ও নৈতিক” মানদণ্ড অনুযায়ী হতে হবে।
৪. পরিবার, বিবাহ ও নৈতিকতার বিষয়ে স্লোভাক আইনকে ইউরোপীয় ইউনিয়নের নিয়মের চেয়ে অগ্রাধিকার দেওয়া হবে।
এই পদক্ষেপকে স্লোভাক সরকার তাদের জাতীয় মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার অংশ হিসেবে উপস্থাপন করেছে, যদিও এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আইনি ও নীতিগত সংঘাত তৈরি করতে পারে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক