
দক্ষিণ চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে নিহত ৬
- 2 years ago,
(পরীক্ষামূলক পোস্ট)
দক্ষিণ চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরিকাঘাতে নিহত হয়েছে কমপক্ষে ৬ জন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের গুয়াংডং প্রদেশে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ‘উ’ নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অনলাইন বিবিসি এ খবর দিয়েছে।
নিহতদের মধ্যে আছেন একজন শিক্ষক, দু’জন অভিভাবক ও তিনজন শিশু। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ এ হামলাকে ইচ্ছাকৃত বলে অভিহিত করেছে। চীনে ভয়াবহ হামলা বা অপরাধের ঘটনা বিরল।
তবে সাম্প্রতিক সময়ে স্কুলগুলোতে ছুরি হামলা বৃদ্ধি পেয়েছে। গত আগস্টে জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলা চালানো হয়। তাতে তিনজন নিহত হয়।
আডে/নিটু