1. Home
  2. বিশ্ব
  3. ইরান-ইসরাইল যুদ্ধ
  4. দফায় দফায় মিসাইল হামলা চলছে ইসরাইলে, নিহত ৩
দফায় দফায় মিসাইল হামলা চলছে ইসরাইলে, নিহত ৩

দফায় দফায় মিসাইল হামলা চলছে ইসরাইলে, নিহত ৩

0
  • 2 months ago,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আবার শনাক্ত করেছে ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ নিয়ে বাসিন্দাদের আবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরাইলী বাহিনী বলেছে, ইরানি হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সতর্কতা সংকেত পাওয়ার পর আপনাকে অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।

এই সতর্কতা জারি করার কিছুক্ষণ আগেও ইরান ইসরেইলে আরেক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টাইমস অব ইসরেইলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছে।

এ নিয়ে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় পর ইরান থেকে পঞ্চম দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজ টুডে বিডি/আন্তর্জাতিক