1. Home
  2. বিশ্ব
  3. দায়িত্ব নিয়েই নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানীর চমকপ্রদ সিদ্ধান্ত!
দায়িত্ব নিয়েই নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানীর চমকপ্রদ সিদ্ধান্ত!

দায়িত্ব নিয়েই নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানীর চমকপ্রদ সিদ্ধান্ত!

0
  • 1 week ago,

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তার আগের মেয়র এরিক অ্যাডামসের জারি করা নয়টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। এসব আদেশ অ্যাডামসের বিরুদ্ধে ফেডারেল দুর্নীতির অভিযোগ গঠনের পর জারি করা হয়েছিল।

বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে রয়েছে ইহুদিবিদ্বেষের সংজ্ঞা এবং শহরের সংস্থাগুলোকে ইসরায়েলকে বয়কট করা থেকে বিরত রাখার বিধান।

মামদানি বলেন, তার প্রশাসনের জন্য একটি নতুন সূচনা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেয়র জোহরান মামদানি যে নির্বাহী আদেশগুলো বাতিল করেছেন, সেগুলোর মধ্যে কিছু ছিল খুব স্পর্শকাতর ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ—

১. “অ্যান্টিসেমিটিজম (ইহুদিবিদ্বেষ)–এর সংজ্ঞা সম্প্রসারণ”। এরিক অ্যাডামসের সময় এই আদেশের মাধ্যমে ইহুদিবিদ্বেষের সংজ্ঞা আরও বড় করা হয়েছিল।

এর ফলে ইসরায়েল সরকারের সমালোচনাকেও ইহুদিবিদ্বেষ হিসেবে গণ্য করার সুযোগ তৈরি হয়, যা অনেকের মতে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করছিল। এখন মামদানি সেই সিদ্ধান্ত বাতিল করল।

২. ইসরায়েলকে বয়কট বা বিনিয়োগ প্রত্যাহার নিষিদ্ধ করা। ওই আদেশে নিউইয়র্ক সিটির কোনো দপ্তর বা সংস্থাকে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট (BDS) বা ডাইভেস্টমেন্ট করার অনুমতি দেওয়া হতো না। অর্থাৎ শহরের অর্থ বা নীতির মাধ্যমে ইসরায়েলের ওপর কোনো চাপ সৃষ্টি করা নিষিদ্ধ ছিল।

এখন এই আইন বাতিলের মাধ্যমে ইজরাইলের উপর চাপ সৃষ্টি করার সুযোগ তৈরি হলো।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক