1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ায় উইন্ডিজের টেস্ট জয়
দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ায় উইন্ডিজের টেস্ট জয়

দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ায় উইন্ডিজের টেস্ট জয়

0
  • 1 year ago,

ব্রিসবেনে উত্তেজনায় ভরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজ করেছে ১-১ ড্র। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস শেষ হল ২০৭ রানে। ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শামার জোসেফ। কমেন্ট্রি বক্সে নিজ দেশের জয় দেখে কাঁদলেন ধারাভাষ্যকার ব্রায়ান লারা।

এই জয়ের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ শেষ টেস্ট জিতেছিল ১৯৯৭ সালের ফেব্রুয়ারি। এরপর থেকে প্রতিবারই ক্যাঙ্গারুদের ঘাঁটি থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ক্যারিবিয়ানদের। অবশেষে শামার জোসেফের হাত ধরে ব্রিসবেনে নতুন করে ক্যারিবিয়ান রুপকথা লিখেছে উইন্ডিজ। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের মধ্যে ৭ উইকেটই ২৪ বছর বয়সী এই পেসারের। যার মধ্যে চারজনেকই বোল্ড করেছেন জোসেফ।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে তিন দিনেই হেরে যায় ব্রাথওয়েটের নেতৃত্বে উইন্ডিজ দল। তাই ব্রিসবেন নিয়ে হয়তো বড় আশা কেউ করেননি। অনেকেই মনে করেছিল, দিবারাত্রির এই ম্যাচটি সহজেই হেরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। পরে কেমার রোচ ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে প্যাট কামিন্সের দল ৯ উইকেটে ২৮৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। ২ উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া জয়ের পথেই ছিল। কিন্তু আজ চতুর্থ দিনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে শামার জোসেফ পাশার দান পাল্টে দেন।

অসিদের পক্ষে একা স্টিভেন স্মিথই শুধু একপ্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন। ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ১৪৬ বলে এক ছক্কা ও নয় চারে ৯১ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তবে তাকে ছাপিয়ে গ্যাবা টেস্টের নায়ক শামার জোসেফ। ১১.৫ ওভারে ৬৮ রান দিয়ে ৭ উইকেট নেন এই পেসার। এছাড়া ২টি নেন আলজারি জোসেফ এবং ১টি নেন কেমার রোচ।