1. Home
  2. বিশ্ব
  3. দুই বছরের গাজা যুদ্ধ: ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল
দুই বছরের গাজা যুদ্ধ: ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল

দুই বছরের গাজা যুদ্ধ: ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল

0
  • 2 weeks ago,

দুই বছরের বিধ্বংসী গাজা যুদ্ধের পর ইসরায়েল এখন বহুমাত্রিক সংকটে নিমজ্জিত। দেশে যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার, অর্থনীতি বিপর্যস্ত, সেনাবাহিনীতে ক্লান্তি ও মানসিক অবসাদ চরমে।

২০২৫ সালের আগস্টে হাজারো মানুষ গাজা নীতির প্রতিবাদে রাস্তায় নামে। জুলাই এর জরিপে দেখা যায়, ৭৪% ইসরায়েলি হামাসের সঙ্গে বন্দিমুক্তি ও যুদ্ধশেষ করে চুক্তি করার পক্ষে।

ধারাবাহিক যুদ্ধে সেনাদের মনোবল ভেঙে পড়েছে, আত্মহত্যার হার বাড়ছে। অন্যদিকে, বাধ্যতামূলক সেনা নিয়োগে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সমাজের বিভাজন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

এছাড়াও ইসরায়েলের জিডিপিও  ২০২৪ সালে ১৯.৪% কমেছে। আবার, হুথি হামলায় এলাত বন্দর প্রায় অচল। জাতিসংঘ যেখানে এই যুদ্ধকে গণহত্যা হিসেবে চিহ্নিত করছে, সেখানে গাজায় চালানো ইসরায়েলের গণহত্যার ফলে  আন্তর্জাতিকভাবে ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক