
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- 2 years ago,
চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত দেশের প্রথম উড়াল পথ বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অন্যতম আরেকটি মেগাপ্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে অপেক্ষার অবসান। উদ্বোধন হলো দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের পর টোল দিয়ে বিমানবন্দরের কাওলা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে যান প্রধানমন্ত্রী। যেখানে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।