
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে মানুষের ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় গোটা সোহরাওয়ার্দি ময়দান। শুক্রবার রাত থেকেই দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে যোগ দিতে থাকেন যার ফলে সকাল ১০টার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের প্রথম পর্ব।
এদিকে ঢাকার পার্শ্ববর্তী দুই জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী বাস, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে ব্যানার-ফেস্টুন সঙ্গে নিয়ে স্লোগান দিতে দিতে এরইমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন ।
এদিকে, উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত নেতাকর্মীদের উপস্থিতি।নেতাকর্মীরা রমনা পার্কেও অবস্থান নিয়েছেন । কেউ আড্ডা দিচ্ছেন কেউ শুয়ে বিশ্রাম নিচ্ছেন।
সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে ২০ হাজারের মত স্বেচ্ছাসেবক। শুধু সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশেই দায়িত্ব পালন করছেন ৬ হাজার স্বেচ্ছাসেবক। ভোর থেকে থেকে সমাবেশে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব বুঝে নিয়েছে। স্বেচ্ছাসেবকরা সবাই একই ধরনের ড্রেস পরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছে। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ দফা দাবিগুলো হলো-
১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার;
২. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার;
৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন;
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন;
৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন;
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ;
৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।
নিউজ টুডে বিডি/ন্যাশনাল ডেস্ক