1. Home
  2. জলবায়ু
  3. আবহাওয়া
  4. দেশের ৫টি বিভাগে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
দেশের ৫টি বিভাগে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের ৫টি বিভাগে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

0
  • 4 days ago,

দেশের ৫ বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, বুধবার (৭ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বাড়ার শঙ্কা রয়েছে। বুধবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

কুয়াশার তথ্য জানিয়ে পলাশ লিখেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের ৬১টি জেলার ওপরে (ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া) কুয়াশার উপস্থিতি রয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক