
দোহায় হামাস নেতাদের নেতৃত্বের উপর ইসরায়েলি হামলা
কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবারের এ হামলায় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় বিস্তৃত ইসরায়েলি অভিযান উপসাগরীয় রাষ্ট্র কাতারেও ছড়িয়ে পড়লো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হামাস নেতৃত্বকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেওয়া হামাস প্রতিনিধিদের লক্ষ্য করে এ হামলা হয়েছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহায় লেগতিফিয়া নামের একটি পেট্রোল স্টেশনের কাছে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। ওই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই কাতারের এমিরি গার্ডের নিরাপত্তায় ছিল এটি।
ইসরায়েলি সংবাদমাধ্যম দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এ হামলার লক্ষ্য ছিলেন হামাসের নির্বাসিত গাজা প্রধান ও শীর্ষ আলোচক খালিল আল-হাইয়াসহ আরও কয়েকজন নেতা।
এই হামলার ব্যাপারে হামাস বলেছে ইসরায়েলের গুপ্তহত্যা মিশন ব্যর্থ হয়েছে। খালিল আল হায়্যা সহ উচ্চপদস্থ হামাস নেতারা নিরাপদ আছেন। এই হামলায় খালিল আল হাইয়্যার অফিস ডিরেক্টর এবং তার ছেলে নিহত হয়েছেন।
কাতার, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই হামলার নিন্দা জানিয়েছে। কাতার এ ঘটনাকে ভীরুতাপূর্ণ হামলা বলে আখ্যায়িত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।
দোহা আক্রমণ নিয়ে নেতানিয়াহু বলেছে ইসরায়েল এটা শুরু করেছে, এটাতে আঞ্জাম দিয়েছে এবং এর সম্পূর্ন দায়ভার বহন করবে।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ কাতারে হামলা চালানোর পরে বলেছে ইসরায়েলের সর্বব্যাপী হাত থেকে পৃথিবীর কোথাও রেহাই পাবেনা হামাস সন্ত্রাসীরা।
ইসরায়েলি স্কলার মেইর মাসরি বলেছে যে দোহায় আক্রমণ করতে পারে, সে আঙ্কারাকেও আক্রমণ করতে পারবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক