1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. নতুন ফাতাহ-৪ ক্রুজ মিসাইল উন্মোচন করল পাকিস্তান সেনাবাহিনী
নতুন ফাতাহ-৪ ক্রুজ মিসাইল উন্মোচন করল পাকিস্তান সেনাবাহিনী

নতুন ফাতাহ-৪ ক্রুজ মিসাইল উন্মোচন করল পাকিস্তান সেনাবাহিনী

0
  • 4 hours ago,

পাকিস্তান সেনাবাহিনী তাদের নতুন প্রজন্মের সাবসনিক স্থল-ভিত্তিক ক্রুজ মিসাইল ফাতাহ-৪ উন্মোচন করেছে।

এই মিসাইলটি দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।

ফাতাহ-৪ মিসাইলের প্রধান বৈশিষ্ট্যগুলো:

-পরিসর: ৭৫০ কিলোমিটার

-নির্ভুলতা: ৫ মিটার সার্কুলার এরর প্রোবেবল (সিইপি)

-গতি: ম্যাক ০.৭ (সাবসনিক)

-ওজন: মোট ১,৫৩০ কেজি, যার মধ্যে ৩৩০ কেজি ওয়ারহেড।-লঞ্চ প্ল্যাটফর্ম: চীনের তৈরি তাইয়ান টিএ৫৪৫০ ৮×৮ ট্রাক, যা তিনটি মিসাইল বহন করতে সক্ষম।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক