
নতুন বছর যেন ভালো কাটে সেজন্য সবার কাছে দোয়া চাইলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বুবলী লেখেন, ‘সবাইকে ইংরেজি বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ-২০২৪। আমি সম্মানিত সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ কে এত সুন্দর করে তোলার জন্য।’
তিনি আরও লেখেন, ‘২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।’
উল্লেখ্য,ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ঈদুল আজহায় একসঙ্গে দুটি ছবি দিয়ে অভিষেক চিত্রনায়িকা বুবলীর। ‘বসগিরি’ ও ‘শুটার’ দুটি ছবিই ব্যবসা সফল হয়। এরপর এ জুটির ‘সুপারহিরো’ ও ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ একে একে প্রায় এক ডজন ছবিই সুপারহিট ব্যবসা করে।
এদিকে ২০২৩ সালের শেষে দিকে এসে ‘পুলসিরাত’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী।