
নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন মির্জারচর ইউনিয়নের একটি দুর্গম চরে বিশেষ অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (৩ মার্চ) নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন মির্জারচর ইউনিয়নের একটি দুর্গম চরে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালের সুরক্ষাসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স নরসিংদী জেলার রায়পুরার একটি দুর্গম চর এলাকায় অভিযান পরিচালনা করে।
মূলত চিহ্নিত সন্ত্রাসীদের আটক এবং অস্ত্র উদ্ধারে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ২০ জন চিহ্নিত সন্ত্রাসী/সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া প্রায় দেড় শতাধিক ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক হওয়া ব্যক্তিদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
অভিযানের পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
নিউজ টুডে/ সারা বাংলা