
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: ইউক্রেনীয় অফিসার ইতালিতে গ্রেপ্তার
জার্মান কৌঁসুলিরা জানিয়েছেন, ইতালির পুলিশ ইউক্রেনীয় নাগরিক সেরহিই কে.-কে গ্রেপ্তার করেছে, যিনি নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংসে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর কয়েক মাস পর ওই পাইপলাইন গোপন হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কেবল ‘সেরহি কে’ নামে শনাক্ত করা হয়েছে। ইতালির রিমিনি প্রদেশে তাকে গ্রেপ্তার করেছে সামরিক পুলিশ।
কৌসুলিরা বলছেন, রাশিয়া থেকে জার্মানিতে চলে যাওয়া নর্ড স্ট্রিম ১ ও নর্ড স্ট্রিম ২ পাইপলাইনে যারা বিস্ফোরক পেতেছিল, সেই দলে ছিলেন সেরহি।
নর্ড স্ট্রিম পাইপলাইনে রহস্যজনক ওই বিস্ফোরণের ফলে ইউরোপে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়, যখন রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছিল।
পাইপলাইনে বিস্ফোরণের ঘটনার দায় কেউ স্বীকার করেনি। ইউক্রেইনও এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বিবিসি জানায়, ওই বিস্ফোরণের ঘটনার হোতাদের একজন সন্দেহে ইতালির উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মিসানো আদ্রিয়াতিকোয় অবস্থান করা কারাবিনিয়েরি সামরিক পুলিশ সেরহি কে-কে আটক করে।
কৌঁসুলিরা বলেছেন, তিনি এমন একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন, যারা জার্মানির রোস্তক বন্দর থেকে একটি ইয়ট ভাড়া করে ডেনমার্কের বর্নহোম দ্বীপের কাছাকাছি বাল্টিকের একটি স্থানে গিয়েছিলেন।
নর্ড স্ট্রিম ২ কখনও কার্যকর হয়নি। তবে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে ১,২০০ কিলোমিটার দীর্ঘ পথে রাশিয়া থেকে উত্তর-পূর্ব জার্মানিতে নিয়মিতভাবে গ্যাস সরবরাহ হত।
রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের ঠিক আগে জার্মানি নর্ড স্ট্রিম ২ এর অনুমোদন প্রক্রিয়া বাতিল করে দেয়। এই পাইপলাইনটি পুরোপুরি রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রোম এর মালিকানাধীন ছিল।
পরে রাশিয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটি বন্ধ করে দেয়। এরপর ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর একাধিক বিস্ফোরণে চারটির মধ্যে তিনটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর থেকে এই নাশকতা নিয়ে রহস্য চলে আসছে। পশ্চিমা দেশগুলো এই ঘটনার জন্য রাশিয়াকে সন্দেহ করে আসছে। আর রাশিয়া এর জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দায়ী করছে।
গত বছর জার্মান গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, একদল ইউক্রেইনীয় ডুবুরি ইয়ট ভাড়া নিয়ে বাল্টিকে গিয়ে পাইপলাইনগুলোতে হামলা চালিয়েছিল।
এ ঘটনায় গত অগাস্টে জার্মান কৌঁসুলিরা ভলোদিমির জেড নামের এক ডুবুরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বৃহস্পতিবার কৌঁসুলিরা জানিয়েছেন, রিমিনিতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনকে ইতালি থেকে জার্মানিতে প্রত্যর্পণ করা হবে। এরপর তাকে তদন্তকারী বিচারকের সামনে হাজির করা হবে।
কৌঁসুলিরা বলছেন, ওই ব্যক্তি যৌথভাবে বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন এবং সংবিধানবিরোধী নাশকতায় তার জড়িত থাকার প্রবল সন্দেহ রয়েছে।
তবে এখন পর্যন্ত নর্ডস্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনায় ইউক্রেইন, রাশিয়া বা অন্য কোনও রাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক