
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আ.লীগের বাহার ও শম্ভুর জরিমানা
- 1 year ago,
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার শুনানি শেষে কমিশন এই রায় ঘোষণা করে।
কমিশনের এই রায় সাংবাদিকদের কাছে তুলে ধরেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
নৌকার এই দুই প্রার্থীকে জরিমানার টাকা তিন দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।