1. Home
  2. বিনোদন
  3. ঢালিউড
  4. নির্বাচনে মানুষের কাছে গিয়েছি, মানুষ ভালোবেসেছেন: মাহিয়া মাহি
নির্বাচনে মানুষের কাছে গিয়েছি, মানুষ ভালোবেসেছেন: মাহিয়া মাহি

নির্বাচনে মানুষের কাছে গিয়েছি, মানুষ ভালোবেসেছেন: মাহিয়া মাহি

0
  • 1 year ago,

দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফলাফল প্রকাশের দেখা গেলো তিনি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। একই আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। নির্বাচনে হেরে গিয়ে কিছুটা মন খারাপ হলেও অনেক কষ্টই মনে চেপে রেখেছেন মাহি। সেগুলো নিয়ে কথা বলতে চান না। নির্বাচন শেষে পরবর্তী পরিকল্পনার কথা জানালেন তিনি।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখনো এলাকায় রয়েছি। অনেক কিছু নিয়ে কথা থাকলেও সেগুলো বলতে চাই না। আমি মানুষের কাছে গিয়েছি, তাদের সাড়া পেয়েছি। মানুষ ভালোবেসেছেন। ফেসবুকে অনেক কিছুই দেখেছি।’

ঢাকায় ফেরা নিয়ে মাহি বলেন, ‘এখান থেকে তো আর হুট করে যেতে পারব না। এলাকায় সবকিছু গোছগাছ করতে কদিন সময় লাগবে। তারপর ঢাকায় ফিরব। পরে কী করব, সেসব নিয়েই পরিকল্পনা করছি। একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি।’

নির্বাচনের আগে থেকেই মাহিয়া মাহিকে নিয়ে অনেকে নানান ধারণের ভিডিও নির্মাণ করছে। এসব ভিডিও নিয়ে মাহি বলেন, ‘এগুলো নিয়ে আর নতুন করে কী বলব। আমার অভ্যাস আছে। আমি ইউজড টু। ট্রল তো নিয়মিতই আমার সঙ্গে হয়। কিন্তু একটা কথা বলব, মানুষকে এভাবে ট্রল করা ঠিক না। একটা মেয়ে হয়ে নির্বাচন করেছি।’