সৌদি আরব তাদের বহুল আলোচিত মেগা প্রকল্প নীওম (Neom)–এর পরিসর কমানো এবং নতুনভাবে নকশা করার পরিকল্পনা করছে। দীর্ঘ বিলম্ব ও ব্যয় অনেক বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্তে এসেছে।
নীওমের সবচেয়ে আলোচিত অংশ “দ্য লাইন”—ভবিষ্যৎধর্মী সোজা লাইনে নির্মিত শহর, এখন আগের পরিকল্পনার তুলনায় অনেকটাই ছোট করা হবে এবং পুরো ধারণাটিই নতুনভাবে ভাবা হচ্ছে।
নীওম প্রকল্পকে এখন ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কেন্দ্র হিসেবে গড়ে তোলার দিকে ঝুঁকছে সৌদি কর্তৃপক্ষ। অর্থাৎ, বিশাল আবাসিক শহরের বদলে প্রযুক্তিভিত্তিক অবকাঠামোতে জোর দেওয়া হতে পারে।
এই পরিবর্তনের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে, যেমন তেলের দাম কমে যাওয়া, প্রকল্পের ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, অর্থনৈতিক চাপ বৃদ্ধি ও এক্সপো ২০৩০ ও ফিফা বিশ্বকাপ ২০৩৪ আয়োজনের মতো অন্যান্য বড় অগ্রাধিকার প্রকল্প।
নীওম পুরোপুরি বাতিল হচ্ছে না, তবে এটি আর আগের মতো উচ্চাভিলাষী রূপে এগোচ্ছে না। বাস্তবতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে সৌদি আরব এখন প্রকল্পটিকে আরও বাস্তবসম্মত ও লাভজনক পথে নেওয়ার চেষ্টা করছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক