1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. নীলফামারীতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই
নীলফামারীতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নীলফামারীতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

0
  • 11 months ago,

নীলফামারীতে সাপিনুর রহমান (৫৫) নামের এক চালকের গলা কেটে তাঁর অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে শহরের কুখাপাড়া গ্রামের ধনীপাড়া ক্যানেলের (সেচখালের) পাশে এ ঘটনা ঘটে।

সাপিনুর রহমানকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে তিনি মারা যান। তাঁর বাড়ি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানপাড়া গ্রামে।

এ খবরের সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম বলেন, গলাকাটা অবস্থায় অটোরিকশাচালক সাপিনুর রহমানকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।