1. Home
  2. বাংলাদেশ
  3. নুরের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
নুরের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নুরের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

0
  • 2 hours ago,

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলারকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনা হলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আলটিমেটাম দেন।

রাশেদ খাঁন বলেন, যারা অন্যায় করেছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেয়াও করবো। আর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকার পরেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তাদের গ্রেপ্তার করা হবে কি-না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের কাছে তদন্ত করতে এখনো আসেনি।

সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, সরকারের ঘোষণার পরও নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে।

তারা আরও বলেন, নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক