1. Home
  2. বিশ্ব
  3. নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় লাখো ইসরায়েলি: জনতা দুই ভাগে বিভক্ত
নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় লাখো ইসরায়েলি: জনতা দুই ভাগে বিভক্ত

নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় লাখো ইসরায়েলি: জনতা দুই ভাগে বিভক্ত

0
  • 2 months ago,

ইসরাইলের তেল আবিবে আবারও ব্যাপক যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। অন্তত ২ লাখ ৫০ হাজার ইসরায়েলি রাস্তায় নেমে নেতানিয়াহু সরকারের গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া ও তা সম্প্রসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে।

এটাই এখন পর্যন্ত তেল আবিবে সবচেয়ে বড় জনসমাগমের একটি, যেখানে সাধারণ মানুষ যুদ্ধ বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে।

ইসরায়েলি সমাজ দুই ভাগ হয়ে গিয়েছে।

একদল বলছে, আগে বন্দীদের ফিরিয়ে আনো। আসল কাজ করো,  যুদ্ধের নামে ভন্ডামি চালিয়ে যেতে থাকলে পুরো দেশ কাঁপিয়ে দেব আমরা।

অন্যদল বলছে, ইসরায়েলকে হামাস নির্মূল করে গাযা দখল করতেই হবে। একটা দুর্বল ইসরায়েলকে হামাস কখনোই বন্দী ফিরিয়ে দেবেনা।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক