1. Home
  2. বিশ্ব
  3. এশিয়া
  4. নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত অনেক
নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত অনেক

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত অনেক

0
  • 6 hours ago,

সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারনের নেপালে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে  ১৪ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে অসংখ্য।

এক প্রতিবেদনে কাঠমান্ডু পোস্ট এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতীয় ট্রমা সেন্টারে আনা ৭ জন বিক্ষোভকারী মারা গেছেন। বানেশ্বরের এভারেস্ট হাসপাতালে মারা গেছে ৩ বিক্ষোভকারী।

সেই সঙ্গে শহরের সিভিল হাসপাতালে দু’জন এবং মহারাজগঞ্জের কেএমসি ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে একজন করে মারা গেছেন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়।

ট্রমা সেন্টারের চিকিৎসক দীপেন্দ্র পান্ডে বলেন, অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। তাদের মাথায় ও বুকে গুলি লেগেছে। ২০ জনেরও বেশি চিকিৎসাধীন রয়েছে।

বানেশ্বরের এভারেস্ট হাসপাতালের কর্মকর্তা অনিল অধিকারী বলেন, ৫০ জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে জেন-জি নেতৃত্বাধীন এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক